হে মাতৃভূমি,
জন্মনগরী তুমি।
এই দেশে কি তবে জন্ম নেওয়া ছিল পাপ,
চারদিকে হাহাকার আর রক্তের ছাপ।
শত মায়ের বুক শুধু হয়েছে খালি,
খেয়েছে ওরা গুলি, কী করে তাদের ভুলি?
ওদের তব জীবন ধন্য,
করেছে লড়াই অধিকারের জন্য।
তবুও কি এদেশে আসবে না শান্তি,
কত সংগ্রাম, মৃত্যুখেলায় চলে ভ্রান্তি
হয়েছে হয়েছে আর কোনো সংঘাত নয়,
রক্তস্রোতে ভেসে উঠছে এদেহের কত ক্ষয়।
এবার থামাও তোমার এ মৃত্যু খেলা,
রাতদুপুরে শুনছি শুধু, কেটেছে শুধু বেলা।
••••••••
• মো. আকিব হোসাইন
লেখক ও সংগঠক
৪ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
১৪ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে