দানব ডম্বুর তুলিয়া পর্দা,
বানাইলো বহু নগর ভেলা।
মুহুরী কহুয়া নয় মর্দা,
ভাসাইলো বসত অকাল বেলা।
ভাসে যুবক, তরণ, শিশু,
ভাসে বৃদ্ধা লোক।
কুলহারা আজ প্রাণী, পিশু,
হাসে ভয়ঙ্কর শোক।
মুক্ত হইলো রিযিক মৎস্য,
ডুবলো সোনার বীজতলা।
ভিজা হাতে মুছছে কষ্ট,
অর্ধস্বরে বন্যার্তদের গলা।
ভোজন বিহীন লক্ষ্য প্রাণী,
করিতেছে স্নান অবিরত।
দাও, একমুঠো আহারখানি,
করো ম্লান অনাগত।
বাহ্যিক পর্দা ওপরে তুলে,
দেখছে কেউ সাঁতার খেলা।
বঙ্গ পড়িয়াছে ছলেবলে,
আজ বন্যায় নগর ভেলা।
৩ দিন ২৮ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে