বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা সদ্য বিদায়ী আগস্ট মাসে ২২২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এ রেমিট্যান্স গত বছরের আগস্ট মাসের চেয়ে ৩৯ শতাংশ বেশি। রবিবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগের মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম। তবে, অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ, নভেম্বরে ১৯৩ কোটি, ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ এবং জুন মাসে এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স
৪ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
১৫ দিন ৩২ মিনিট আগে
১৫ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে