লক্ষ্মীপুরের রায়পুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার এর নির্দেশনায় এবং রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খানের তত্ত্বাবধানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করেছেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
পুলিশ, ছাত্র প্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গলবার রায়পুর উপজেলাধীন ০২ নং উত্তর চরবংশী ইউনিয়নের চান্দার খাল ফিশারী গেইট, সাজু মোল্লার ঘাট, জালিয়ার চর এবং মেঘনা বাজার সংলগ্ন এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে এই মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে ১১টি ড্রেজার মেশিন ও আনুমানিক ৪ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়। এসময় সোহেল সর্দার (৪৫) নামক একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫ ধারায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শাহেদ আলম।
১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে