মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
৬৭ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে ধর্ষিতার ছেলে বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় সাতক্ষীরার দেবহাটা থানায় এ মামলা দায়ের করেন। মামলায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গলদারচক (পলগাদা) গ্রামের আবুল কাশেমের ছেলে আসাদুল ইসলামকে আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের একটি গ্রামের ৬৭ বছরের এক বৃদ্ধা শনিবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে শুয়ে ছিলেন। আসামী আসাদুল তাকে তার ছেলের জন্য কালিগঞ্জের নলতায় দেখতে যাওয়া মেয়ে সম্পর্কে জানতে চায়। একপর্যায়ে তাকে রবিবার আবারো যেতে হবে বলে খরচের টাকা নেওয়ার জন্য দরজা খুলতে বলেন। তিনি দরজা খোলার সাথে সাথেই আসাদুল তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আসাদুল পালিয়ে যায়। পরে তাকে সখীপুর হাসপাতাল ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে রক্তক্ষরণ কোন প্রকারে বন্ধ না হওয়ায় রবিবার দুপুরে ভিকটিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অপারেশন করা হয়। ক্ষতস্থানে ১৭টি সেলাই দিতে হয়। দিতে হয় ‘ও পজিটিভ’ দুই ব্যাগ রক্ত।
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক ইদ্রিসুর রহমান জানান, ওই বৃদ্ধার ছেলে বাদি হয়ে রবিবার রাতে থানায় একটি মামলা (জিআর ৭৯, দেবঃ) দায়ের করেছেন। মামলার তদন্তভার উপ-পরিদর্শক সেলিম রেজার উপর ন্যাস্ত করা হয়েছে। ভিকটিম সুস্থ হলে তার ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি করানো হবে। আসামী আসাদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ ঘন্টা ১০ মিনিট আগে
৬ ঘন্টা ১১ মিনিট আগে
৬ ঘন্টা ২১ মিনিট আগে
৬ ঘন্টা ৪৭ মিনিট আগে