সাহিত্য এক অন্য রকম সুখ এক অন্যরকম ভালোলাগা। সাহিত্য কারো কাছে সখ কারে কাছে আবার তার পুরো জীবনটাই সাহিত্য। আমাদের প্রত্যোকের মাঝে একজন সাহিত্যিক বাস করে। হয়তো কারোটা প্রকাশ্য কারোটা অপ্রকাশ্য।
সাহিত্যর মনোভাব যার মধ্য থাকে তার মন এমনেতেই সুন্দর তার একটি সুন্দর মন আছে বলেই সে সাহিত্যর ভাবনা জাগ্রত করতে পেরেছে।
সাহিত্য যেমন সুখ দেয় আবার দুঃখ ও দেয়। দুঃখকে ভুলতে সাহিত্যর অবদান আবার দুঃখ পেতেও রয়েছে সাহিত্যর অবদান।
দৈনন্দিন প্রতিটি কাজে সাহিত্যর একটা ছোঁয়া আছে। কবি সাহিত্যিকরা সবসময় সবকিছুর মধ্যই ছন্দ খুঁজে বেড়ায়। সাহিত্যকে যারা আপন করতে পারে তাদরে দুঃখটাও একসময় সুখে পরিনত হয়। সাহিত্য এক অন্য রকম ভালো লাগার জগৎ। যার কোনো ব্যাখা করা যায়না।
সাহিত্য আছে বলেই আমরা প্রতিটি মানুষ আছি।
প্রত্যকটি মানুষের মাঝে ফুঁটে উঠুক সাহিত্যর চেতনা জাগ্রত হক অন্যরকম মনোভাব। হৃদয়ে আসুখ সুখের ছোঁয়া।
দুঃখ না পেলে সুখ উপলব্ধি করা যায়না আবার সুখ না আসলে দুঃখ উপলব্ধি করা যায়না। এ জন্যাই সাহিত্যর বিকল্প নেই। সাহিত্য যেমন মানুষ হাঁসতে শিখায় আবার কাঁদতেও শিখায়। সাহিত্যর চেতনা থাকলে দুঃখ সুখ দুটোই উপলব্ধি করা যায়
সাহিত্যর সূচনা প্রতিটি হৃদয়ে উঠুক জেগে।
৭ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ১২ মিনিট আগে
২৩ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
২৩ দিন ২১ ঘন্টা ১২ মিনিট আগে