মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১২ বোতল ফেনন্সিডিলসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোর ৫ টার দিকে সদরের আলিপুর গাংনীয়া ব্রিজ এলাকায় এ আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা কালীগঞ্জ থানার জাফরপুর গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে মোঃ অজিহার রহমান গাজী অভি (৪২) ও সদরের আলিপুর গাংনীয়া এলাকার মোঃ আজিজুল ইসলামের ছেলে চিহ্নিত মাদক চোরাকারবারি মোঃ সাইদুল্লাহ হোসেন কারিকর (২৮)।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সদরের আলিপুর গাংনীয়া ব্রিজ এলাকায় এসআই শেখ আহম্মদ কবির, এসআই পিন্টু লাল দাস, এসআই মিঠুন মজুমদার, এএসআই বিএম তৌহিদুজ্জামান, সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গাংনীয়া ব্রিজের পশ্চিম পার্শ্বে “নুর ইসলাম টি-ষ্টল” এর সামনে থেকে ওই দুই চিহ্নিত মাদক চোরাকারবারিকে ১১২ বোতল ফেনন্সিডিল সহ আটক করা হয়। এবিষয়ে সাতক্ষীরা থানায় নিয়মিত ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪১ ধারায় মামলা দেওয়া হয়েছে। মামলা নং-০৩ বলেও জানান তিনি।
৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ ঘন্টা ২ মিনিট আগে
৫ ঘন্টা ৩ মিনিট আগে
৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ ঘন্টা ৩৯ মিনিট আগে