ছাত্র জনতার আন্দোলনে গনঅভ্যুত্থানের পর সারাদেশে পলাতক রয়েছে ছাত্রদের উপর হামলাকারী আওয়ামী লীগের নেতারাসহ অভিযুক্তরা। ইতিমধ্যেই মামলায় অভিযুক্তরা গ্রেফতারও হয়েছেন। এমন পরিস্থিতিতে বরিশালের মেহেন্দিগঞ্জে বিএনপি নেতা বাবলু ও সাবেক সাংসদ মেজবা উদ্দিন ফরহাদের ছত্রছায়ায় বহালতবিয়তে আছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বিএনপির নেতা কর্মীদের অভিযোগ, ছাত্র জনতার উপরে গুলি চালানো, বোমা হামলাকারী চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সহায়তা করে যাচ্ছেন বিএনপি নেতা বাবলু চৌধুরী ও মেজবা উদ্দিন ফরহাদ। শুধু তাই নয়,অভিযুক্তদের আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচাতেও তারা বিভিন্ন সাহায্য সহায়তা করেন।
একমাত্র তাদের ছত্রছায়ায় বরিশালের মেহেন্দিগঞ্জে এখনও আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে বহালতবিয়তে রাজত্ব করে যাচ্ছে বলেও দাবী করে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। এ বিষয়ে বিএনপি'র কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে এ দুজনের বিরুদ্ধে যাচাই-বাছাই ও তদন্ত সাপেক্ষে দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নেয়ার দাবি জানায় সাধারণ নেতা কর্মীরা।
১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে