২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু সাতক্ষীরা জেলা তরুণ দলের পূণাঙ্গ কমিটি কমিটি অনুমোদন করায় আনন্দ মিছিল ও র‍্যালী জবির দ্বিতীয় ক্যাম্পাস: শিক্ষার্থীদের প্রত্যাশা এবং প্রাপ্তি শেরপুরের নালিতাবাড়ীতে গঠনতন্ত্র তৈরি ও সরকারি বিভিন্ন সুবিধা প্রাপ্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীর রুপনারায়ণকুড়া ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জুলাই-আগস্টে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুলোর কর্তব্য: উপদেষ্টা নাহিদ বাংলাদেশ-আজারবাইজান সম্পর্ক আরো গভীর করার প্রতিশ্রুতি জামালপুর ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শাকিল, আব্দুল্লাহ বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি অংশগ্রহণে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয়সভা অনুষ্ঠিত ডোমারে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন : সভাপতি- তারিক ও সম্পাদক- সুমন নির্বাচিত সুনামগঞ্জে ২ গ্রুপের সংঘর্ষ, আহত-১০ নাগরপুরে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত আমরা দেশকে ভালোবাসি তাই আমরা পালাইনি- যুগ্ম মহাসচিব আডাউর রহমান নানা আয়োজনে কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন বড়লেখায় 'রাজনৈতিক মামলায়' বাবা-ছেলে গ্রেপ্তার সকল শ্রম সমস্যা সমাধানের অঙ্গীকার প্রধান উপদেষ্টার ডোমারে সাবেক চেয়ারম্যান আনজারুল হকের স্মরণসভা গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পকে আরবদের চাপ জনস্বার্থে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার নির্দেশ

৩০ বছরে বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-11-2024 03:02:27 pm


বিভিন্ন দেশে প্রতিদিন বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সংখ্যা। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, ১৯৯৪-’৯৫ সালে বিশ্বে যতসংখ্যক ডায়াবেটিসরোগী ছিলেন, ত্রিশ বছরের ব্যবধানে বর্তমানে সেই সংখ্যাটি বেড়ে প্রায় দ্বিগুণে পৌঁছেছে।



যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণাপ্রবন্ধে উল্লেখ করা হয়েছে এসব তথ্য। প্রবন্ধে আরও বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বজুড়ে যত প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগী ছিলেন, শতকরা হিসেবে তাদের ১৪ শতাংশের শারীরিক অবস্থা গুরুতর ছিল, অথচ ১৯৯০ সালে ডায়াবেটিস রোগীদের মধ্যে গুরুতর অসুস্থদের শতকরা হার ছিল মাত্র ৭ শতাংশ।


বস্তুত, বিশ্বে এর আগে এত অল্পসময়ের মধ্যে ডায়াবেটিসের এমন বিস্তার দেখা যায়নি। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডয়াবেটিস রোগীদের সংখ্যা। বর্তমানে পৃথিবীজুড়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৮০ কোটিরও বেশি। ১৯৯০ সালে এই সংখ্যা ছিল ২০ কোটিরও কম।



চিকিৎসাবিজ্ঞানে দুই ধরনের ডায়াবেটিসের উল্লেখ রয়েছে। প্রথমটির নাম টাইপ ১ ডায়াবেটিস। শিশু ও তরুণ বয়সীরা এই ডায়াবেটিসে আক্রান্ত হন। এটির চিকিৎসা অপেক্ষাকৃত কঠিন, কারণ এই টাইপ ১ ডায়াবেটিসে মূলত তারাই আক্রান্ত হন, যারা দেহের অভ্যন্তরে প্রয়োজনীয় ইনসুলিন উৎপাদনে অক্ষম। এটি একটি জন্মগত ত্রুটি।


ডায়াবেটিসের দ্বিতীয় ধরনটির নাম টাইপ ২। সাধারণত মধ্যবয়সীরা এ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হন। বয়সজনিত কারণে প্রয়োজনীয় ইনসুলিনের নিঃসরণ কমে যাওয়াই টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রধান কারণ।



ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রবন্ধটির লেখকরা সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের ডায়াবেটিস রোগের বিস্তার সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান যাচাই করেছেন। সেখানে দেখা গেছে যে জাপান, কানাডা, ফ্রান্স, ডেনমার্কসহ বেশিরভাগ উন্নত দেশগুলোতে গত ৩০ বছরে ডায়াবেটিস রোগীর সংখ্যা হয় স্থিতিশীল রয়েছে, নয়তো হ্রাস পেয়েছে।


অন্যদিকে, একই সময়সীমায় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে রোগটিতে আক্রান্তদের সংখ্যা বেড়েছে ব্যাপক হারে। উদাহারণ হিসেবে বলা যায়, পাকিস্তানের মোট নারীদের এক তৃতীয়াংশই বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত। ১৯৯০ এবং তার পরবর্তী বছরগুলোতে এই হার ছিল মাত্র ১০ শতাংশ।



গবেষকরা বলেছেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে টাইপ ২ ডায়াবেটিসের বিস্তারের জন্য প্রধানত দায়ী অস্বাস্থ্যকর খাবারে অভ্যস্ততা এবং শারীরিক পরিশ্রম বা শরীর চর্চার অভাবে সৃষ্ট স্থুলতা। এছাড়া এই ক্যাটাগরিভুক্ত দেশগুলোতে ডায়াবেটিসের চিকিৎসা পরিষেবাও উন্নত নয়।


এবং বর্তমানে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। ২০২২ সালের এক পরিসংখ্যানকে আমলে নিয়ে গবেষকরা বলছেন, বিশ্বে প্রতি ৫ জন ত্রিশোর্ধ্ব টাইপ ২ ডায়াবেটিস রোগীদের মধ্যে তিন জনই চিকিৎসাবঞ্চিত। গবেষকদের মতে, বিশ্বজুড়ে চিকিৎসাবঞ্চিত ডায়াবেটিস রোগীদের সংখ্যা ছিল ৪৪ কোটি ৫০ লাখ।



ভারতের মোট ডায়াবেটিস রোগীদের এক তৃতীয়াংশ চিকিৎসাবঞ্চিত। আফ্রিকার সাব সাহারান অঞ্চলভুক্ত দেশগুলোর ডায়াবেটিস রোগীদের মাত্র ৫ থেকে ১০ শতাংশ চিকিৎসা সেবা পান।


লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের কয়েকজন বিজ্ঞানী গবেষণাটি পরিচালনা করেছেন। গবেষকদল ও প্রবন্ধের প্রথম লেখক মাজিদ এজাতি বলেন, “নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে— এটা উদ্বেগজন। তবে আরও বেশি উদ্বেগজনক হলো যথাযথ চিকিৎসা সেবার অভাব।”



“কারণ ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা যথাযথ চিকৎসাসেবা না পেলে বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হন এবং একসময় এসব জটিলতা অঙ্গছেদন, হৃদরোগ, কিডনি বিকল এবং অন্ধত্বের মতো গুরুতর শারীরিক বিপর্যয় বয়ে আনে।”


সূত্র : এএফপি

আরও খবর



672883da89881-041124022042.webp
শীতকালে বিয়ের যতো সুবিধা

১০ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে


671c70c5a5111-261024103205.webp
বাঁচতে হলে হাঁটতে হবে

১৯ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে


67190bbea56f9-231024084414.webp
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

২২ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে


67170c9749ad4-221024082319.webp
বাড়ছে ডেঙ্গুর উত্তাপ; মৃত্যুর সংখ্যা ২৫০

২৩ দিন ২০ ঘন্টা ৫৬ মিনিট আগে


6715b443e0c74-211024075411.webp
গ্যাসের সমস্যা সমাধানে ৫ খাবার

২৪ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে