চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানাধীন শেরশাহ্ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের মাঠে শহীদ শফিকুল আলম বাবলু স্মৃতি ১ম বার আয়োজিত সিক্স এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেরশাহ্ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ পরিচালনা কমিটির আয়োজনে শুক্রবার (১৫ নভেম্বর) রাতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে খেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় স্বৈরাচার আ’লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষা ও ক্রীড়া ব্যবস্থা ধ্বংস করে যুব সমাজের ক্ষতি করেছে আ’লীগ। শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ দখল করে নিজের নামে, ভাইয়ের নামে, পিতা ও মাতার নামে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং নানান ব্যবসার অফিস গড়ে তোলে তার নেতা-কর্মীদের মাঝে ভাগ করে দিয়েছে। বিশেষ করে শিক্ষার্থী ও যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে মুক্ত রেখে সুস্থভাবে নিজের মেধাকে বিকশিত করার একমাত্র মাধ্যম হলো খেলাধুলা। কিন্তু দেশকে ধ্বংস করতে শুধু অর্থনৈতিক ক্ষতি করে তারা পালিয়ে যায় নাই। পুরো জাতিকে ধ্বংস করতে শিক্ষার্থী ও যুব সমাজকে ধ্বংস করে গেছে বলে অভিযোগ করেন তিনি। আয়োজক কমিটির দাবীর প্রেক্ষিতে শেরশাহ মাঠকে রক্ষা করার সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে অঙ্গীকার করেন। বিগত ১৭ বছর যেভাবে দেশ নায়ক তারেক রহমানকে সমর্থন ও তার নেতৃত্বকে মানুষ মনে রেখেছেন সেভাবে তাকেও মনে রাখার কথা ব্যক্ত করেন। উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ শাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দীন, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী প্রমুখ। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মামুন আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম বাবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার সমর্থক। উক্ত টুণার্মেন্টে ৩২টি দলের মধ্যে উদ্বোধনী ২টি ম্যাচ অনুষ্ঠিত হয় এ সময়। খেলাগুলো প্রধান রেফারি হিসেবে পরিচালনা করেন মো. মিজানুর রহমান। প্রতিটি দলে ৬ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করছে। এতে ৪টি দল নিয়ে ৮টি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে সেমি-ফাইনালের বিজয়ী দল ২টি নিয়ে আগামী ১৬ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
৫১ মিনিট আগে
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে