পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি ভাংচুর মামলায় আদনান হোসেন শাওন (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার দেউলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাওন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি শামীম হাওলাদার জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা ও ভাংচুর মামলায় জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাকে অজ্ঞতানামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৮ই এপ্রিল ২০২৩ সালে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণের সময় উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব দআলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা ও ভাংচুর করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ঝজ। এতে তিনজন আহত হয়। ওই ঘটনায় গত ২৬ আগস্ট পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বাদী হয়ে ১০২ জনের নাম উল্লেখ ও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন। যার মামলা নং- ৮।
১ ঘন্টা ৫ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
২ ঘন্টা ১৫ মিনিট আগে