তোমায় এমন বিধ্বস্ত হতে হতো না,
মলিন হতো না মুখশ্রী,
বিষণ্নতা আঁকড়ে ধরতো না,
যুদ্ধের সম্মুখে দাঁড়াতে হতো না,
টলটলে সবুজাভ জলে ভেসে যেতে হতো না একা।
দুর্গম অভ্রভেদী পাহাড়ে লাঠির দরকার হতো না,
কিংবা যাবতীয় হিসাব নিকাশের বেড়ায় আঁটকে যেতে হতো না,
ভারী ভারী দুঃখ সব একা বহিতে হতো না,
অথচ আমায় ভালোবাসতে দিলে না।
একমুঠো জ্যোৎস্না ফুটেছিল আকাশে তারই পানে তাকিয়ে -
ভেবেছিলাম উপহার দিবো -মুক্তোঝরানো হাসি
সুযোগ দিলে না মোরে, তাই তো চলে গেছি দূরে।
যদি কখনো মনে পরে আমায়-
পরিবর্তন হবার আগেই ফিরে এসো আবার
কারণ সময়ে-অসময়ে মানুষ পরিবর্তন হয় ।
-----
• কাকলী আক্তার
৭ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
২৩ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
২৩ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে