প্রভাতের সূর্য উঠেছে ওই
ঝিকিমিকি আলোর দিশারী
পূর্ব দিকে দিয়েছে উকি।
খোকা খুকি সবে ফুল হাতে
চলেছে নগ্ন পায়ে হেঁটে।
শহীদ মিনারে ফুল দিবে
শহীদের চরণ তলে।
ফুলের স্তুপ গড়াগড়ি খায়
শহীদ মিনারে পদতলে।
তাইনা দেখে হাসে সূর্য
আনন্দে কেটে যায় বেলা।
সন্ধ্যা ঘনিয়ে এলো
সূর্য ডুবে পশ্চিমে।
অন্ধকারাচ্ছন্ন রাতে শহীদরা
গেল ঘুমিয়ে চিরনিদ্রায় নিস্তপ।
ফিরে আসবে একটি বছর পর
একই দিনে এই প্রভাতে।
নার্গিস আক্তার
গোপালগঞ্জ, ইসলাম পাড়া, বাংলাদেশ।
৬ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১১ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
১২ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৬ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে