চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সন্মানিত শিক্ষক স্বর্গীয় অসীম রঞ্জন ভট্টাচার্য্য'র ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বর্গীয় অসীম রঞ্জন ভট্টাচার্য্য স্মৃতি ফাউন্ডেশন ও মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারের উদ্যোগে স্মৃতিচারণ, শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২৫ ডিসেম্বর বিকেলে স্বর্গীয় অসীম রঞ্জন ভট্টাচার্য্য' র নিজস্ব বাসভবনে স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক বিপ্লব ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও প্রবীন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণ, শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লার রেঞ্জ কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য্য, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সুশীল ভট্টাচার্য্য, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্ত্তী, ডাঃ সুনীল কান্তি ভট্টাচার্য্য, দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিকাশ কান্তি দাশ, শিক্ষক রূপস চক্রবর্ত্তী, সাবেক কাউন্সিল চিত্তরঞ্জন বিশ্বাস, ব্যাংকার প্রদীপ চক্রবর্ত্তী, তপন দাশ তপু, লিটন শীল, ভাস্কর মজুমদার প্রমূখ।