বগুড়ার আদমদীঘিতে এক প্রবাসীর স্ত্রী (৩৪) কে ধর্ষণের অভিযোগে ভাতিজা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুস সবুর তুহিন (৪০) এর বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার (২৯ ডিসেম্বর) রাতে আদমদীঘি থানায় ধর্ষণের শিকার ওই প্রবাসির স্ত্রী বাদি হয়ে এই ধর্ষণ মামলা দায়ের করেন।।
অভিযুক্ত আসামী আব্দুস সবুর তুহিন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির চাটখইর গ্রামের গোলাম মোস্তফা ওরফে দিলবর রহমানের ছেলে। সে নিষিদ্ধ বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে। গতকাল সোমবার সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানায় দায়ের করা মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার চাটখইর গ্রামের এক প্রবাসি তার স্ত্রী ও দুই সন্তান রেখে চার বছর আগে প্রবাসে যান। এসুযোগে প্রতিবেশি আব্দুস সবুর তুহিন সম্পর্কে প্রবাসির স্ত্রীর ভাতিজা ওই গৃহবধুকে নানা ভাবে অনৈতিক সম্পর্কের কু-প্রস্তাব দিত। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুর সন্তানদের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। এর এক পর্যায়ে গত ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ওই প্রবাসির স্ত্রী সম্পর্কে চাচীর ঘরে কৌশলে ঢুকে চাকুর ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোড়পুর্বক ধর্ষণ করে। গত ১৬ ডিসেম্বর প্রবাস থেকে স্বামী দেশে আসার পর ঘটনাটি গৃহবধু তার স্বামীকে জানানোর পর এই মামলা দায়ের করেন। এ ব্যাপারে আব্দুস সবুরের সাথে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি তবে তার বাবা গোলাম মোস্তফা দিলবর বিষয়টি অস্বীকার করে বলেন, রাজনৈতিক ভাবে হেনস্তা করার জন্য এ ঘটনার সুত্রপাত করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান মামলা বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের তৎপরতা চলছে।