বগুড়ার আদমদীঘিতে নেশা জাতীয় মাদকদ্রব্য ৪৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সকালে উপজেলার শাওইল গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হেলো, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৬০), তার ছেলে আলামিন (৩০) ও আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকার পটু মিয়ার ছেলে রাশেদ (২৪)।
পুলিশ জানায়, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আদমদীঘির নশরৎপুর ইউপির শাওইল গ্রামস্থ জনৈক মনোয়ারুল ইসলামের মুদি দোকানের সামনে রাস্তায় নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার সময় অভিযান চালিয়ে উল্লেখিত তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।এসময় তার হেফাজত থেকে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানায়, এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা রুজুর করে ওই দিন দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে