জামালপুরের ইসলামপুর উপজেলায় কবরে বাবার লাশ দাফন শেষে এসএসসি পরীক্ষা দিতে যাওয়া মোছা. জিয়া আক্তার এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৪৪ পেয়েছে। গত সোমবার এসএসসির ফল প্রকাশের পর বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন মোছা. জিয়া আক্তারের স্কুল শিক্ষক হারুন অর রশীদ।
জিয়া আক্তার উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পেচারচর গ্রামের জিয়াউল মোল্লার মেয়ে।
এসএসসি পরীক্ষা চলাকালে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় জিয়া আক্তারের বাবা জিয়াউল মোল্লা (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন ২৬ সেপ্টম্বর সকাল ৯টার দিকে জিয়া আক্তার তার বাবার লাশ দাপন শেষে বেলা ১১টায় এসএসসির রসায়ন বিষয়ে পরীক্ষায় অংশ নেয় গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে।
জানা যায়, জিয়া আক্তার উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কুমিরদহ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
জিয়া আক্তারের বড় বোন জুলেখা বেগম বলেন, 'আব্বার লাশ দাফন শেষে জিয়া আক্তারকে আমি পরীক্ষা কেন্দ্র পৌঁছে দিই। জিয়া আক্তার পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে। আজ বাবা বেঁচে থাকলে মহাখুশি হতেন।
কুমিরদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ বলেন, 'জিয়া আক্তারের বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনে তাঁকে সান্ত্বনা দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। সে জিপিএ-৪.৪৪ পেয়ে পাস করেছে।'
২ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
১৮ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে