বগুড়ার আদমদীঘিতে সড়কে ডাকাতি প্রস্ততি কালে ডাকাতি, চুরি, ছিনতাইসহ ১৪ মামলার আসামী গিয়াস মন্ডল (৩১) নামের এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (২৬ জানুয়ারী) দিবাগত রাতে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের জনৈক দস্তগীরের ইট ভাটা এলাকায় ডাকাতি প্রস্ততি কালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গিয়াস মন্ডল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কাশিয়া পালপাড়ার মহির মন্ডলের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় ৮জনের বিরুদ্ধে ডাকাতি প্রস্ততি ও অস্ত্র আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ রণপাহারা ডিউটিতে ছিলেন। রাত ১২টার দিকে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড় আখিড়া গ্রামের সামনে জনৈক দস্তগীরের ইট ভাটার সামনে সড়কে ডাকাতি প্রস্ততি নিচ্ছিলেন একদল ডাকাত। এসময় তিনি ফোর্সসহ ডাকাত দলকে ঘেরাও করেন। বিষয়টি ডাকাত দলের সদস্যরা জানতে পেরে পালানোর সময় ধাওয়া করে গিয়াস মন্ডল নামের ওই ডাকাত সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেন। তবে ডাকাত চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। তার নিকট থেকে ১২ ইঞ্চি লম্বা একটি চাপাতি, একটি ধারালো বার্মিজ ফোল্ডিং চাকু, লোহার রড, নাইলন দড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত গিয়াস মন্ডল একজন কুখ্যাত ডাকাত সদস্য। তার বিরুদ্ধে আদমদীঘি, আক্কেলপুর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, দস্যুতা, ছিনতাইসহ ১৪টি মামলা রয়েছে।
১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে