ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ে জেন্ডার সমতা, শিশু অধিকার, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, বাল্যবিবাহ, জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ ও রেফারেল মেকানিজম বিষয়ে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি লিডারদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ইউসেপ রিজিয়ন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রংপুর রিজিওনাল ম্যানেজার রফিকুল ইসলাম। ফ্যাসিলিটেটর হিসেবে সেশন পরিচালনা করেন যথাক্রমে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম, ব্রাক রংপুর রিজিওনাল কার্যালয়ের জেন্ডার, জাস্টিস এন্ড ইনক্লুশন সেক্টরের রিজিওনাল ম্যানেজার ইশরাত জাহান ইশিতা ও স্বর্ণনারী এ্যাসোসিয়েশনের সভানেত্রী মঞ্জুশ্রী সাহা।
কর্মশালায় জাতিসংঘের শিশু অধিকার সনদ, এসডিজি গোল ও সরকারি আইন ও নীতির আলোকে শিশু সুরক্ষা, মাসিক স্বাস্থ্যবিধি, সামাজিক কুসংস্কার রোধ, জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ, জেন্ডার সমতা ও রেফারেল মেকানিজম শক্তিশালীকরণে দলগত আলোচনা ও পাওয়ার পয়েন্ট প্রদর্শনের মাধ্যমে কর্মশালাটি সম্পন্ন হয়।
কর্মশালায় সরকারি কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার হাবিবা হেলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক নেশারুল হক, রংপুর চীফ মেট্রোপলিটন আদালত প্রবেশন অফিসার বেগম নাহিদা ইয়াসমিন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের আইন কর্মকর্তা শাহিনা বেগম, রংপুর ওয়েলফেয়ার সেন্টার সহকারী পরিচালক আতাউর রহমান ও রংপুর কোতোয়ালি থানার নারী, শিশু হেল্পডেস্কের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপুলিশ পরিদর্শক রোকসানা বেগম, রংপুর সমাজসেবা অধিদপ্তর (সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র) কর্মকর্তা ফরিয়াদুর রহমান।
কর্মশালায় এনজিওদের মধ্যে ব্রাক, আরডিআরএস, ওয়াল্ড ভিশন, কেয়ার বাংলাদেশ, ব্লাস্ট রংপুর, নাগরিক উদ্যোগ এর প্রতিনিধি, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ধর্মীয় নেতা, বিবাহ নিবন্ধক (কাজী), অভিভাবক, স্টুডেন্ট কাউন্সিলের সদস্যসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন হেড অব ইউসেপ রংপুর টিভিইটি ইনস্টিটিউট মিজানুর রহমান, ইউসেপ রংপুর রিজিয়ন কার্যালয়ের সোশ্যাল ইনক্লুশন এর টিম লিডার সোলাইমান, ডিসেন্ট এমপ্লয়মেন্ট এর টিম লিডার এবাদুর রহমান, হেড অব ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল জিয়াউর রহমান, হেড অব ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুল লাভলু মিয়া, সোশ্যাল ইনক্লুশন টিমের ফ্যাসিলিটেটর তাওহীদ-উল-ইসলাম সরকার ও রামেন্দ্র বর্মা।