ডোমারে ইট প্রস্তুতকারী মালিক সমিতির স্মারকলিপি প্রদান
নীলফামারীর ডোমারে জিগজ্যাগ ইটভাটার দুরত্ব সংক্রান্ত বিধিনিষেধ শিথিল সহ ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (৪ঠা মার্চ) বেলা সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ'র কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। সেখানে তাদের ৭ দফা দাবি উত্থাপন করেন। এছাড়া স্মারকলিপিটি তার মাধ্যমে সরকারের কাছে পাঠানোর আহ্বান জানান ইটভাটা মালিকরা।
এসময় উপস্থিত ছিলেন- শালকি ব্রিকসের সত্ত্বাধিকারী মোঃ জাফর ইকবাল পলাশ, থ্রিথ্রিবি ব্রিকসের সত্ত্বাধিকারী মোঃ একরামুল হক বাদশা, এমএসবি ব্রিকসের সত্ত্বাধিকারী মোঃ জামিয়ার রহমান প্রমুখ সহ সমিতির অন্যান্য নেতারা।
তাদের উত্থাপিত ৭ দফা দাবি হলো- জিগজ্যাগ ইটভাটার জন্য দুরত্ব সংক্রান্ত বিধিনিষেধ শিথিল, প্রশাসনিক হয়রানি বন্ধ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান স্থগিত, সরকার থেকে ইটভাটা বন্ধ করা হলে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ প্রদান, মাটি কাটার অনুমতির জন্য জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল, পরিবেশগত ছাড়পত্র সহ প্রয়োজনীয় নিবন্ধন গ্রহণ ও নবায়নের জন্য মালিক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণ বাধ্যতামূলক করা, ইটভাটাকে শিল্পখাত হিসেবে ঘোষণা এবং ইটভাটা পরিচালনায় পূর্ণাঙ্গ দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন।
দেশের অর্থনীতিতে ইটভাটা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই খাতে প্রায় ৫০ লাখ শ্রমিক প্রত্যক্ষভাবে কর্মরত থাকার কথা জানিয়ে দাবি না মানলে ঈদের পর ঢাকা মহাসমাবেশ সহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।
এবিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম জানান, ইটভাটা মালিকদের ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে এবং সেটি যেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছায় তার ব্যবস্থা করা হবে।