মুন্সিগঞ্জ সদর উপজেলায় খাবার ও বেলুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।
ধর্ষণের শিকার ওই দুই শিশুর মধ্যে একজনের বয়স ৮ বছর, অন্যজনের ১০ বছর। ৮ বছর বয়সী শিশুটির বাড়ি ভোলায় এবং ১০ বছর বয়সী শিশুটির বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। শিশু দুটি মুন্সিগঞ্জ সদরে তাদের পরিবারের সঙ্গে ভাড়াবাড়িতে থাকত।
গ্রেপ্তারকৃত বৃদ্ধ মোহাম্মদ সেকান্দর আলী (৬৫) টঙ্গিবাড়ি উপজেলার সেরাজাবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে। সে সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় ভাড়া থেকে ভ্রাম্যমাণ দোকানে শরবতের ব্যবসা করতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ২ মার্চ বেলা তিনটার দিকে ওই দুই শিশুকে বেলুন ও খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যান সেকান্দর আলী। পরে শিশু দুটিকে ধর্ষণ করা হয়। বিষয়টি যেন কাউকে না বলে, এ জন্য তাদের ভয়ভীতিও দেখান তিনি। পরিবারের লোকজন শিশু দুটির ভবিষ্যতের কথা চিন্তা করে ঘটনাটি গোপন করার চেষ্টা করে। শুক্রবার বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে পরে ওই বৃদ্ধকে আটক করে স্থানীয় লোকজন। তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে বিষয়টি পুলিশকে জানান।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক সজীব দে জানান, শিশু দুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আট বছর বয়সী শিশুটির মা বাদী হয়ে ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে। তবে আসামি প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি স্বীকার করেননি। আজ তাঁকে আদালতে তোলা হবে।
১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে