সামাজিক কাজে অসামান্য অবদান রাখায় যশোর জেলা এবং অভয়নগর উপজেলা থেকে জয়িতা পুরষ্কারে ভুষিত হলেন অভয়নগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরিফা মিতা।
শুক্রবার (৯ ডিসেম্বর) যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত আন্তর্জাাতিক নারী নির্যাতন ও রোকেয়া দিবসে আলোচনা সভায় ‘জয়িতাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর যশোর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘বাঁচতে শেখা’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ। এছাড়াও আলোচনায় অংশ নেন, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান ও জয়তীর পরিচালক অর্চনা বিশ্বাস। আলোচনা সভা শেষে যশোর জেলায় ৫টি ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন নারীর হাতে শ্রেষ্ঠ ‘জয়িতা’র ক্রেস্টসহ পুরস্কার তুলে দেয়া হয়। অভয়নগরের উজ্জ্বল নক্ষত্র সুলতানা আরিফা মিতার কর্মকান্ডে উপজেলাবাসী গর্বিত, তার এই সন্মাননা পুরস্কার পাওয়ায় উপজেলাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। এবিষয়ে সুলতানা আরিফা মিতা বলেন, আমি চিরকাল মানুষের ও সমাজের জন্য ভালো কিছু করে যেতে চাই। আমার সন্মান আমার একার নয়, উপজেলার সকল মানুষের।
২ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে
১৮ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
২৪ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে