যশোরের অভয়নগরে চাষিদের চোখে-মুখে এখন তৃপ্তির হাসি। শিম চাষ করে সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকরা। সাধারণত শীতকালে শিম চাষ করেন সবজি চাষিরা। সে জন্য ধানের জমিতে মাঝে মাঝে নালা কেটে মাটি উঁচু করে নিচু জমিতে এখন শিম চাষ করছেন এসব কৃষকরা।
চলতি মৌসুমে অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামসহ বেশ কিছু এলাকার মাঠে মাঠে এখন শিম তোলার ফুলের সমারহ।দূর থেকে দেখলে মনে হবে সাদা আর বেগুনি রঙের প্রজাপতি খেলা করছে। শিমের ফুলের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করছে সবাইকে। এখন শিম গাছ পরিচর্যা ও শিম তোলায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষিরা। ভালো ফলন আর দাম বেশি হওয়ায় তারা খুশি। এ উপজেলার মাটি ও আবহাওয়া শিম চাষের জন্য বেশ উপযোগী।
উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রচুর শিমের মাচা। ছড়ায় ছড়ায় ঝুলছে শিম। বিষয়টি জানতে চাওয়া হয় ওই এলাকার সবজি চাষি মোঃইব্রাহীম কে। সে নিজেকে একজন সফল শিম চাষি হিসেবে গড়ে তুলেছেন।ছোট বেলা থেকেই তিনি পিতার হাত ধরে পাশে পাশেই থাকতেন। আর শিখেছেন কি ভাবে চাষ করতে হয়, বিশেষ করে শিম চাষের কৌশল।
তিনি জানান, আবহাওয়া ভালো হওয়ায় এবার শিমের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাওয়া যাচ্ছে। এবার তিনি ২৫ কাঠা জমিতে শিম চাষ করেছেন। কাঠাই মন মন ফলন হয়েছে।খরচ বাদে ৭০/৮০ হাজার টাকা লাভ হয়েছে। এখনো জমিতে যথেষ্ঠ শিম রয়েছে।এবার শিম চাষ করে খুবই লাভবান। এ বছর ফলনও ভাল দামও ভালো।অনেক কৃষকের মতো তিনিও এবার শিম চাষে লাভোবান হয়েছেন। প্রতি বছরই এভাবে শিম চাষ করে খাকেন।শিম চাষে বেশ খরচ রয়েছে , যেমন সার, কীটনাষক, মাচা তৈরী,নালা কাটা,বাশ-সূতা, এমনকি পরিচর্যায় অনেক সময় ও শ্রম দিতে হয়।সরকারী সহযোগীতা পেলে কৃষকরা আরো উদ্দোগী হবে।ফসল বেশী ফলবে, দেশর অনেক চাহিদাও মিটবে।
২ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৮ দিন ৫৪ মিনিট আগে
২৪ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে