বরিশালের বানারীপাড়ার ৫ ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে।
২৭ মার্চ বৃহস্পতিবার সকাল বানারীপাড়ার চাখার, বানারীপাড়া সদর, বাইশারী, বিশারকান্দি ও সৈয়দকাঠী ইউনিয়নে কার্ডধারী জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন সম্পন্ন হয়েছে।
মৎস্য দপ্তরের ফিল্ড এসিস্ট্যান্ট জয়দেব সমদ্দার জানান, ইলিশ একটি জাতীয় সম্পদ। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ আহরন, পরিবহন, ক্রয় বিক্রিয় মজুদ ও বিনিময় দন্ডনিয় অপরাধ। জাটকা ধরা থেকে বিরত থাকার জন্য মৎস্য দপ্তর থেকে জেলেদের এই চাল বিতরণ করা হচ্ছে। সকলে জাটকা ধরা থেকে বিরত থাকি ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করি।