অসহায় শীতার্থ মানুষের পাশে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। মধ্যরাতের বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা ঘুরে রিকশাচালক, অটোরিকশাচালক ও ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে কম্বল, বিতরণ করেনন।
সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে সাতক্ষীরা শহরের বাস টার্মিনাল, খুলনা রাস্তার মোড়, সংগীতা মোড়, সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনের সড়কসহ বেশ কিছু এলাকায় অসহায়, হতদরিদ্র, পথশিশু, প্রতিবন্ধী মানুষের মাঝে কয়েক'শ কম্বল বিতরণ করেন তিনি। মানবিক পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আমি রাতের বেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে গরীব-অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করেছি। তাই কম্বল দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর দায়িত্ব বলে মনে করি। কোনো দুস্থ মানুষ যেন শীতে কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে এসে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসছে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মো. সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
২ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে
১৮ দিন ১ ঘন্টা ১৬ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ৬ মিনিট আগে