ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহবানে ৫ দফা দাবিতে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইত্তফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলামের ৫ দফা দাবিগুলো হলো, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার। বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল। ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যাগ ও ওয়াকফ আইন বাতিল। ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে উদ্যেশ্য করে বলেন, আপনি নোবেল বিজয়ী। আপনি আমাদের বাংলাদেশের গর্ব। এটাই এতো দিন বিশ্বাস করে আসছিলাম। এখন অন্য একটি বিষয় দেখতেছি। আমরা ড. ইউনুস সরকারকে উদ্যেশ্য করে বলতে চাই। আপনি নোবেল যাদের কাছ থেকে পেয়েছেন, আপনি এখন তাদের সরকার ? আপনি মুসলমানদের রাষ্ট্রের সরকার। আপনি পশ্চিমাদের সরকার নয়। আপনি পশ্চিমাদের কালচার বাংলাদেশে চাপিয়ে দিবেন, তা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না। প্রয়োজনে বাংলাদেশের মুসলমানদের তাজা রক্ত রাজপথে দিয়ে শেখ হাসিনার মত আপনাকেও বিতাড়িত করা হবে। এ সময় বক্তারা অবিলম্বে তাঁদের দাবিগুলো বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে ইত্তেফাকুল উলামার উপদেষ্টা বাইতুল কোরআন মাদরাসার মুহতামিম হাফেজ আহম্মদ আলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলাম নেতা জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার মুহতামিম মুফতী মাহমুদুল হক আযীযী, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হেফাজত নেতা মাওলানা ওবায়েদুল হক, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি আহসান উল্লাহ কাসেমী, খেলাফত মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী ওয়ালী উল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক হাসানুর রহমান সজিব সহ ইত্তেফাকুল উলামা ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশের আগে উপজেলা মার্কাজ মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইত্তেফাকুল উলামা ও হেফাজতে ইসলামেরর উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১৬ ঘন্টা ২৪ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে