শিক্ষানুরাগী আজিজুল বারী তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালন
সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আজিজুল বারী তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে) দুপুরে কলেজের আজির উদ্দিন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ।
কলেজের বাংলা প্রভাষক মো: মাহমুদ আল রাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত প্রভাষক সাধন কুমার সরকার, কিশোর কুমার চাকী, কলেজ প্রতিষ্ঠার সুযোগ্য পুত্র আব্দুস সোবহান।
এছাড়াও বক্তব্য রাখেন, ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো: ইদ্রিস আলী, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান মো: আহসান হাবীব, প্রাণীবিজ্ঞান প্রভাষক কেএম ফেরদৌস প্রমুখ।
বক্তারা শিক্ষানুরাগী আজিজুল বারী তালুকদারের শিক্ষা বিস্তারে অবদান ও অবিস্মরণীয় কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।