বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করা হয়েছে উপজেলার কালিতলা গ্রোয়েন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দির সহকারী প্রকৌশলী আব্দুল মালেক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দি উপ-বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, কালিতলা গ্রোয়েন পানি উন্নয়ন বোর্ড বগুড়ার অধিগ্রহণকৃত সম্পত্তি। গ্রোয়েন বাঁধ রক্ষার্থে এবং সৌন্দর্য বর্ধনের জন্য এই অবৈধ স্থাপনাগুলো ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে।
জানা গেছে, গত ২১ এপ্রিল পানি উন্নয়ন বোর্ড বগুড়া'র নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক স্বাক্ষরিত এক চিঠিতে সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন মৌজায় অধিগ্রহণকৃত সম্পত্তির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ ও জমি দখলমুক্ত করতে সকলকে চিঠি দেওয়া হয়।
চিঠি সূত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলাধীন বিভিন্ন মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বগুড়া কর্তৃক জমি অধিগ্রহণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। প্রকল্পের অধিগ্রহণকৃত সম্পত্তি অবৈধভাবে দখলে রাখা এবং স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণ ভাবে আইন পরিপন্থী কাজ।
চিঠিতে ৭ কর্ম দিবসের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরে নেওয়ার বিষয় উল্লেখ করা হয়।
উল্লেখ্য, নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ ও জমি দখলমুক্ত না করায় ২রা সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রশাসনিক ভাবে অভিযান পরিচালনা করবে মর্মে ২৯ আগষ্ট শুক্রবার বিকেলে পানি উন্নয়ন বোর্ড বগুড়া কর্তৃক উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়।