শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধর ও হেনস্তার ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের অনুমোদনে রাহাত হাসান কাইয়ুমকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগের দিন (বুধবার) দুপুরে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন মেহেদীর অফিসে প্রবেশ করে রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলু তাকে মারধর ও হেনস্তা করেন। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা তালিকায় নিজেদের পছন্দের ব্যক্তিদের নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে তারা কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করেন। কৃষি কর্মকর্তা জানালে যে সরকারি প্রণোদনা শুধুমাত্র প্রকৃত কৃষকদের জন্য বরাদ্দ, তখন রাহাত ও ফজলু আরও ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন।
এ ঘটনায় বুধবার রাতেই নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলায় রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুকে আসামি করা হয়েছে। তারা দুজনেই নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের বাসিন্দা—রাহাত সুরুজ মাওলার ছেলে এবং ফজলু সিরাজুল হকের ছেলে।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম জানান, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ ঘন্টা ১৩ মিনিট আগে