মোংলা প্রতিনিধিঃ
মোংলার পশুর নদীতে ইঞ্জিন বিকল হওয়া দুটি ট্রলার থেকে ৪২ যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গতকাল বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টায় সুন্দরবনের দুবলারচর থেকে পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান শেষে দুটি ট্রলার ৪২ জন নারী-পুরুষ ও শিশু নিয়ে বাড়ি উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে সন্ধ্যা ৬টার দিকে মোংলার পশুর নদীর হাড়বাড়িয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। এরপর এক যাত্রী মোবাইল ফোনে কোস্ট গার্ডকে বিষয়টি জানান। সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড সদস্যরা ট্রলার দুটি এবং যাত্রীদের উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা সব যাত্রী খুলনার বটিয়াঘাটার বাসিন্দা। পরে ট্রলার ও যাত্রীদের মোংলার জয়মনিরঘোল জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ ঘন্টা ১ মিনিট আগে
৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৭ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১ ঘন্টা ২১ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে