বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে, এর আগে নয়।
এছাড়া, অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান তিনি। উপদেষ্টাদের উদ্দেশে তিনি ‘পানি ঘোলা না করার’ এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা না করার আহ্বান জানান।বৃহস্পতিবার (৬ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি ভেসে আসা দল নয়। বিএনপিকে খাটো করে দেখবেন না। আমরা যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে।’ তিনি রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বহু রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের পথে ফেরার এই সুযোগ যেন কোনো মহলের চক্রান্তে বিনষ্ট না হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন। তিনি বলেন, সংস্কার কমিশনের সব সভায় বিএনপি গিয়ে মতামত দিয়েছে। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে কাজ শুরু করা উচিত। তিনি দাবি করেন, সে অনুযায়ী কাজ না করে তারা পক্ষপাতদুষ্টু হয়ে কাজ করছেন এবং ‘দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে।তিনি আরও বলেন, ‘আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আপনারা নতুন করে শুরু করছেন। আপনারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। সেটা এ দেশের জনগণ মেনে নেবে না।
প্রয়াত নেতা তরিকুল ইসলামকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি একটি ‘ইনস্টিটিউট’ ছিলেন। তিনি ফ্যাসিস্টের বিয়োগাত্মক বিদায় দেখে যেতে পারলেন না। তিনি ছাত্র জীবন থেকে সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, কিন্তু জনগণকে ছেড়ে যাননি। পরবর্তী প্রজন্মের শিক্ষ গ্রহণের জন্য তাঁর জীবনী লেখা দরকার বলেও মন্তব্য করেন তিনি।যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিনী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং পুত্র কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত মঞ্চে উপস্থিত ছিলেন।
৭ ঘন্টা ২৩ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে