জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোড ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম লিয়াকত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তিনি শ্রীমঙ্গল থানায় অনলাইনে এই জিডি করেন। জিডি নং : ৩৫৬, তারিখ ০৬/১১/২০২৫।
আশরাফুল ইসলাম লিয়াকত বলেন, আমি গত ২৭ আগস্ট সোনার বাংলা রোডে মাদক বিরোধী সমাবেশে মাদক কারবারি ও মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম। এই বক্তব্যের জের ধরে গত ২২ অক্টোবর সন্ধা সাড়ে ৭টার সময় শ্রীমঙ্গল শহরের পরিত্যাক্ত চিত্রালী সিনেমা হল এর সামনে হঠাৎ আমার পথরোধ করে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের জানে মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দেয় সোনার বাংলা রোডের আব্দুল কুদ্দুস এর ছেলে স্বপন মিয়া। এসমসয় উপস্থিত ছিলেন সিএনজি চালক তাজ মিয়া এবং রুহুল আমিন। এ ঘটনার পর থেকে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। আমি আশঙ্কা করছি, উক্ত ব্যক্তি দ্ধারা আমার বড় ধরণে ক্ষতি হতে পারে। তাই ভবিষ্যত নিরাপত্তার জন্য শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ ঘন্টা ১ মিনিট আগে
৫ ঘন্টা ১৬ মিনিট আগে