দেশের ৫ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে ৪ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অফিস। শনিবার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আজ যে চার বিভাগে ভারী বৃষ্টির আভাস রয়েছে, আগামী রোববারেও এই চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী সোমবার রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা ও বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সোমবার সারাদেশে (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬ ঘন্টা ১ মিনিট আগে
৭ ঘন্টা ৪১ মিনিট আগে
১০ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে