গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি ) দুপুর ১২টায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি ব্যাংক) এর সহযোগিতায় কলেজ প্রশাসন ভবন এর সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক শাহাদাত মাহাবুব আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শাখার প্রধান পৃষ্ঠপোষক ও কলেজে অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক ।
কলেজ শাখার যুগ্ন আহ্বায়ক মো: নাহিদ হাসান জনি ও তৌহিদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ও কলেজে উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান,উপদেষ্ঠা ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: জহিরুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান ও গ্রীন ভয়েস রাজশাহী জেলা সমন্বয়ক ডা: শাকিব সালেহীন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদস্য সচিব আব্দুল গাফফার মহিম, সানজিদা আক্তার,শাহাদত হোসেন ,সদস্য মেহেরিন নেছা মিম, সারমিন সোমা ও শাহাদোৎ হোসেন।