চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ইফতার ও কোরআন উপহার প্রদান নাগরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির নন্দীগ্রামে ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: প্রেস সচিব প্রশ্ন ফাঁসের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুবি শিক্ষক কাজী আনিছ নন্দীগ্রামে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুবিতে শাহবাগ ও পতিত স্বৈরাচারের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল কুবি বিএনসিসি প্লাটুনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুবিতে মার্কেটিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবেঃ মোংলায় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদশী নাগরিককে হস্তান্তর শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রশাসনে দক্ষতার স্বাক্ষর রাখছেন নারীরাও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2023 08:59:28 am

ফাইল ছবি


বাংলাদেশের সরকার ও রাজনীতিতে অংশগ্রহণ বেড়েছে নারীদের। সরকারপ্রধানসহ মন্ত্রিসভার অনেক গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন তারা। রাজনীতির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও নারীর অংশগ্রহণ দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রশাসন ক্যাডারে বর্তমানে ১ হাজার ২৭০ জন নারী রয়েছে। সব নারী কর্মকর্তা নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন।


বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে সিনিয়র সচিব ও সচিব পদে কর্মরত রয়েছেন ৮৬ জন কর্মকর্তা। এর মধ্যে নারী রয়েছে ১০ জন। শতকরা হিসেবে যা ১২ শতাংশ। অতিরিক্ত সচিব পদে কর্মরত রয়েছে ৩২৭ জন কর্মকর্তা। এর মধ্যে নারী ৫৫ জন। যুগ্মসচিব হিসেবে ৮৫৮ জন কর্মকর্তা, যার মধ্যে নারী ১৬৪ জন। উপসচিব পদে কর্মরত রয়েছেন ১ হাজার ৭০৪ জন। কর্মকর্তা। এর মধ্যে নারী ৩৭০ জন। প্রশাসন ক্যাডারের কাঙ্খিত পদ জেলা প্রশাসক ৬৪ জন কর্মকর্তা। যার মধ্যে নারী মাত্র ১০ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রয়েছেন ৪১৬ জন কর্মকর্তা। যার মধ্যে নারী ১৬৪ জন।


উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব এবং গ্রেড ১,২ও৩ পদে পদোন্নতির জন্য সুপারিশ করে এসএসবি সরকারি কাজ পরিচালনা, দক্ষতা ও সিদ্ধান্ত বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায়। প্রশাসনের শীর্ষ পর্যায়ের এই দুই কমিটিতে পদাধিকারবলে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সদস্য হিসেবে থাকেন গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরা। পদাধিকারবলে এসএসবির সদস্য হওয়ার মতো একটি মন্ত্রণালয়েও নারী সচিব ছিল না।


সম্প্রতি অর্থ, ইআরডি, শিল্প, কৃষি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব হয়ে ইতিহাসের অংশ হয়েছেন তাঁরা। ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব হওয়ায় প্রশাসনের নীতিনির্ধারণী পর্যায়ের শীর্ষ কমিটি সুপিরিয়র সিলেকশন বোর্ডেরও (এসএসবি) সদস্য হয়েছেন। এতে তিনি নারী কর্মকর্তাদের পক্ষে প্রশাসনের শীর্ষ কমিটিতেও ভূমিকা রাখছেন। গত বছরের ১৬ জুন সরকার ফাতিমা ইয়াসমিনকে সচিবের পদ থেকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করা হয়। একই সঙ্গে অর্থ বিভাগে নিয়োগ দেওয়া হয়। তবে তিনি গত ১৭ জুলাই অর্থসচিবের পদে যোগদান করেন। এর আগে তিনি প্রথম নারী সচিব হিসেবে কাজ করেন ইআরডিতে। ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগে যোগদানের পর ইআরডিতে সচিব পদে নিয়োগ পেয়েছেন শরিফা খান। এ ছাড়া ২০২১ সালের ১৬ মে থেকে শিল্প মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জাকিয়া সুলতানা। গত ২৯ ডিসেম্বর কৃষি মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ পেয়েছেন ওয়াহিদা আক্তার। ফারহিনা আহমেদ গত ২২ মে থেকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।


বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সায়লা ফারজানা বলেন, নারীর প্রতি সব বৈষম্য দূর করে তাঁদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করার জন্য নারী নেতৃত্ব বিকাশের কোনো বিকল্প নেই। সংবিধানে নারীর অধিকার সুনিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রের অঙ্গীকার রয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসজিডি) নারীদের সম-অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। তাই নারীদের পেছনে রাখার কোনো সুযোগ নেই।  

আরও খবর





deshchitro-67bc2095c049f-240225013237.webp
'ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম' এর পথনাটক

১৬ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে