শেখ হাসিনার মামলার রায়; ট্রাইব‍্যুনালে বাড়তি নিরাপত্তা আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : ইউনূস ভিডব্লিউবি কার্ডে অনিয়ম-দুর্নীতি: যাচাই-বাছাইয়ে টাকার বিনিময়ে তালিকাভুক্তি ‎ সহ ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন নুর মোহাম্মদ দোলন ববিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে নিয়ে লাইভ: শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলমের নেতৃত্বে দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে লোহাগড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সুন্দরবনে পর্যটনব্যবসায়ী ও বোট মালিকদের দুই সপ্তাহের আলটিমেটাম আক্কেলপুরে নিষিদ্ধ অ্যাম্পুলসহ মা-দাদী আটক, ৩ মাসের কোলের শিশু সহ জেলে ডোমারে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগরে ''উপকূল উন্নয়ন বোর্ড'' গঠনের দাবীতে স্মারক লিপি প্রদান ও আলোচনা সভা শ্যামনগর ইউএনও কর্তৃক দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো “CBIU Career Club”-এর নির্বাহী কমিটি গঠন। ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নেতৃত্বে মোজাম্মেল-তানভীর সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুকে গণসংবর্ধনা আশাশুনিতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন মেহগনি গাছের চাপ, কুল্যা প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর ঝুঁকিতে বেনাপোলে ইছামতী নদীর পাড় থেকে নবজাতক শিশু উদ্ধার চিলমারীতে হাফেজ ও তরুণ বক্তার শীতবস্ত্র বিতরণ লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি, দাম করছে উঠানামা পীরগাছায় পাঁচ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ

প্রশাসনে দক্ষতার স্বাক্ষর রাখছেন নারীরাও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2023 08:59:28 am

ফাইল ছবি


বাংলাদেশের সরকার ও রাজনীতিতে অংশগ্রহণ বেড়েছে নারীদের। সরকারপ্রধানসহ মন্ত্রিসভার অনেক গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন তারা। রাজনীতির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও নারীর অংশগ্রহণ দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রশাসন ক্যাডারে বর্তমানে ১ হাজার ২৭০ জন নারী রয়েছে। সব নারী কর্মকর্তা নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন।


বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে সিনিয়র সচিব ও সচিব পদে কর্মরত রয়েছেন ৮৬ জন কর্মকর্তা। এর মধ্যে নারী রয়েছে ১০ জন। শতকরা হিসেবে যা ১২ শতাংশ। অতিরিক্ত সচিব পদে কর্মরত রয়েছে ৩২৭ জন কর্মকর্তা। এর মধ্যে নারী ৫৫ জন। যুগ্মসচিব হিসেবে ৮৫৮ জন কর্মকর্তা, যার মধ্যে নারী ১৬৪ জন। উপসচিব পদে কর্মরত রয়েছেন ১ হাজার ৭০৪ জন। কর্মকর্তা। এর মধ্যে নারী ৩৭০ জন। প্রশাসন ক্যাডারের কাঙ্খিত পদ জেলা প্রশাসক ৬৪ জন কর্মকর্তা। যার মধ্যে নারী মাত্র ১০ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রয়েছেন ৪১৬ জন কর্মকর্তা। যার মধ্যে নারী ১৬৪ জন।


উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব এবং গ্রেড ১,২ও৩ পদে পদোন্নতির জন্য সুপারিশ করে এসএসবি সরকারি কাজ পরিচালনা, দক্ষতা ও সিদ্ধান্ত বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায়। প্রশাসনের শীর্ষ পর্যায়ের এই দুই কমিটিতে পদাধিকারবলে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সদস্য হিসেবে থাকেন গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরা। পদাধিকারবলে এসএসবির সদস্য হওয়ার মতো একটি মন্ত্রণালয়েও নারী সচিব ছিল না।


সম্প্রতি অর্থ, ইআরডি, শিল্প, কৃষি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব হয়ে ইতিহাসের অংশ হয়েছেন তাঁরা। ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব হওয়ায় প্রশাসনের নীতিনির্ধারণী পর্যায়ের শীর্ষ কমিটি সুপিরিয়র সিলেকশন বোর্ডেরও (এসএসবি) সদস্য হয়েছেন। এতে তিনি নারী কর্মকর্তাদের পক্ষে প্রশাসনের শীর্ষ কমিটিতেও ভূমিকা রাখছেন। গত বছরের ১৬ জুন সরকার ফাতিমা ইয়াসমিনকে সচিবের পদ থেকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করা হয়। একই সঙ্গে অর্থ বিভাগে নিয়োগ দেওয়া হয়। তবে তিনি গত ১৭ জুলাই অর্থসচিবের পদে যোগদান করেন। এর আগে তিনি প্রথম নারী সচিব হিসেবে কাজ করেন ইআরডিতে। ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগে যোগদানের পর ইআরডিতে সচিব পদে নিয়োগ পেয়েছেন শরিফা খান। এ ছাড়া ২০২১ সালের ১৬ মে থেকে শিল্প মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জাকিয়া সুলতানা। গত ২৯ ডিসেম্বর কৃষি মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ পেয়েছেন ওয়াহিদা আক্তার। ফারহিনা আহমেদ গত ২২ মে থেকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।


বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সায়লা ফারজানা বলেন, নারীর প্রতি সব বৈষম্য দূর করে তাঁদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করার জন্য নারী নেতৃত্ব বিকাশের কোনো বিকল্প নেই। সংবিধানে নারীর অধিকার সুনিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রের অঙ্গীকার রয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসজিডি) নারীদের সম-অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। তাই নারীদের পেছনে রাখার কোনো সুযোগ নেই।  

আরও খবর


deshchitro-68ece8a75bbcf-131025055519.webp
বিজয়ের চোখে মানবিক দেশ গড়ার প্রত্যয়

৩০ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে