◾ স্পোর্টস ডেস্ক
আসন্ন এশিয়া কাপের দলে যুক্ত হলেন মোহাম্মদ নাঈম। আগে ঘোষিত ১৭ সদস্যের ওপেনার ছিল দুজন। কোনো বিকল্প ওপেনার না থাকায় তৃতীয় ওপেনার হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে বাঁহাতি ওপেনার নাঈম। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের দলে রাখা হলেও যাওয়া হচ্ছে না হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহানের। দলীয় অনুশীলনে গোড়ালিতে চোট পান তরুণ পেসার হাসান। তাঁকে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অন্যদিকে জিম্বাবুয়ে সফরে আঙুলের চোটে পড়েছিলেন সোহান। এখনো সেটা থেকে সেরে ওঠেননি এই উইকেটকিপার-ব্যাটার।
এশিয়া কাপ খেলতে আগামীকাল দুবাইয়ের উদ্দেশ্য রওনা দেবে বাংলাদেশ। নতুন করে নাঈমের যুক্ত হওয়ায় আর হাসান-সোহানের বাদ পড়ায় বাংলাদেশ দল এখন ১৬জনের।
নাঈম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরের দলে ছিলেন না তিনি। মূলত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে এশিয়া কাপের দলে জায়গা করে নিলেন এই বাঁহাতি ওপেনার।
প্রথম একদিনের ম্যাচে সিরিজের শূন্য রানে আউট হন নাঈম। তবে দ্বিতীয় ম্যাচে ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। ১১৬ বলে করেন ১০৩ রান। বাউন্ডারি থেকে নেন ৬২ রান। ১৪ আর ১ ছক্কায় ইনিংসটি সাজান নাঈম। যদিও শেষ ম্যাচে আবার ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খান এই ওপেনার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩ রানে আউট হয়ে ফেরেন নাঈম।
৪ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৪ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
২১ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে