চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শাজাহানপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মণ পলিথিন জব্দ !!! চৌদ্দগ্রাম হোটেল টাইম স্কয়ার এবং হোটেল তাজমহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. কাঠের জীপ গাড়ি তৈরি করে তাক লাগিয়েছন অভয়নগরের আসলাম হোসেন ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ফিলিস্তিনিদের পক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ক্লাস-পরীক্ষা বন্ধ শ্যামনগরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা ইসলামপুরে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ইউএনওর অ্যাকশন নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রাজবাড়ীতে ৭৫ পুড়িয়া হেরোইন সহ মাদকারবারি গ্রেফতার। রেমিট্যান্সে নতুন রেকর্ড, মার্চে এলো ৩২৯ কোটি ডলার ক্ষেতলালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশকে দেখার নেশায় ছুটছেন কুবির রাফি গাজায় নৃশংস হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষনা: তিতুমীরের শিক্ষার্থীদের । লাখাইয়ে গ্রামের যুবমহল স্মার্টফোনের ছোঁয়ায় আজ ধ্বংসের প্রান্তে। গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি : ৩ দিন পর ভেসে উঠেছে নিখোঁজ ব্যক্তির লাশ রাজবাড়ীতে ক্রুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ জন

মোরেলগঞ্জে ২৫ কোটি টাকা হাতিয়ে উধাও প্রতারককের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন


 বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের চরহোগলাবুনিয়া গ্রামে প্রতারণার মাধ্যমে এলাকাবাসীর কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে এক প্রতারক। বিষয়টি নিয়ে শত শত ভুক্তভোগীরা প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন।  রবিবার (১৩  মে) ওই এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  পরে ভুক্তভোগীরা বাগেরাহাট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ বরাবরে ওই প্রতারকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার জনৈক এবাদুল শেখ সাজ্জাদ ওই এলাকায় তার নানা বাড়ী হওয়ায় মামাতো ভাই মাষ্টার সরোয়ার হোসেনের মাধ্যমে ওই এলাকায় এসে পুল, কালভার্ট, রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, ক্লিনিক সহ বেশ কিছু সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলে। ধীরে ধীরে এলাকাবাসীর সাথে সে সখ্যতা  গড়ে তোলে। পাশাপাশি এলাকার মানুষকে ভূল বুঝিয়ে সুকৌশালে প্রায় শতবিঘা জমি লিজ নিয়ে ছোট বড় কয়েকটি স্থাপনা তৈরি করেন। এভাবে  সে ' শেখ ফজলুর রহমান ফাউন্ডেশন ও সৌদি বহুমুখী প্রকল্প' নামে একটি সংস্থা দাঁড় করেন। এই প্রকল্পের মাধ্যমে ২৩ টি দরিদ্র মানুষের বসতঘর নির্মাণ, সৌদি সংস্থার মসজিদ নির্মাণ, ক্ষুদ্র ঋণ প্রকল্প, কওমি মাদ্রাসা, প্রতিবন্ধী স্কুল, টেকনিক্যাল কলেজ, কমিউনিটি ক্লিনিক, কৃষিকাজ, ধান চাষ, মৎস্য চাষ,  সৌদি আরব, কুয়েতসহ বিভিন্ন দেশে লোক পাঠানো এবং বিভিন্ন প্রকল্পের কাজের কথা বলে প্রথম পর্যায় ৬০ হাজার টাকা নিয়ে  ১০/১২ টি ঘর নির্মাণের কাজ শুরু করে দেন। তা দেখে এলাকাবাসীকে আগ্রহী করে তোলে সাজ্জাদ। ধীরে ধীরে প্রতারণার ফাঁদ খুলতে থাকে সাজ্জাদ। পরবর্তীতে ৫ কক্ষ বিশিষ্ট ১৩ টি ঘর নির্মানের কথা বলে ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ  টাকা গ্রহণ করে সে। পরবর্তীতে আরো ২৩ টি ঘর ৫ কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করে দেবার কথা বলে ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে শতাধিক অসহায় পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় ওই প্রতারক। বিভিন্ন ব্যাংকের চেক দিয়ে জনৈক কবিরুল আলম এক ব্যাক্তির কাছ থেকে কুয়েতি সংস্থার মসজিদ তৈরী করে দেয়ার কথা বলে দালাল মাষ্টার সরোয়ার হোসেনের মাধ্যমে ৬ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। কারিগরি কলেজে চাকরি দেওয়ার কথা বলে কর্মচারী থেকে শিক্ষক পর্যন্ত ২৫ জনের কাছ থেকে ৩ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করেন।

স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলে  ৫০ টি পরিবারের কাছ থেকে টাকা নেয় ওই প্রতারক।  প্রতিবন্ধী স্কুল, কওমি মাদ্রাসা, ক্লিনিক, মহিলা মাদ্রাসা, কলেজ সকল প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী  নিয়োগ দেওয়ার কথা বলে সর্বনিম্ন ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সৌদি আরব, কুয়েত সহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে ২০ ব্যবসায়ির কাছ থেকে ৩ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে  আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে এখন সে।

ঘর নির্মাণের উপকরণ হিসেবে  বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে  ইট, বালু, সিমেন্ট রড বাকিতে নিয়ে  এলাকার ব্যবসায়ীদের পথে বসিয়েছে। তবে উক্ত প্রকল্পের  তিনটি গরু এবং ৩০ থেকে ৩৫ বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ওপর। 

এ ব্যাপারে চেয়ারম্যান আকরামুজ্জামানের কাছে  জানতে চাইলে তিনি বলেন,  গরু জমা আছে এবং ধান কর্তন করে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের কাছে জমা রাখা হয়েছে। 

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরও বলেন, আমি লোকটিকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে দেখেছি। কিন্তু ভিতরে ভিতরে এত প্রতারণার ফাঁদ পেতেছে  তা বুঝতে পারিনি। তবে এই প্রতারককে  আইনের আওতায় আনা দরকার বলে মনে করি। 

উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি, আগামী বুধবার গণ শুনানির জন্য তাদেরকে ডেকেছি। গণ শুনানির পরে প্রয়োজন হলে  ঘটনাস্থল পরিদর্শন করে  তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 এ ব্যাপারে  এবাদুল শেখ  সাজ্জাদ  মুঠোফোনে এসব অভিযোগ অস্বীকার করে  বলেন, 'আমি কারো কাছ থেকে টাকা নেয়নি। বরং আমি নিজ অর্থ খরচ করে এলাকায় বহু সেবামূলক প্রতিষ্ঠান গড়েছি।  মাস্টার সরোয়ার সহ কিছু মানুষ টাকা নিয়ে আমাকে দোষারোপ  করছে।'

  এদিকে সরোয়ার  মাস্টার এলাকা থেকে পরিবার সহ লাপাত্তা বলে জানা গেছে।

Tag
আরও খবর