বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় অবস্থিত ‘সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রবীর কুমার নাথ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে থেকে কলেজ পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিহাদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল,, প্রকাশনা,, গবেষণা, প্রবন্ধ, শ্রেণিপাঠদানে পারদর্শিতা, শিখন-শেখানোর কৌশল দক্ষতা, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ, যোগ্যতাভিত্তিক পাঠদান, প্রশ্ন প্রনয়ন ও অন্যান্য বিশেষ কৃতিত্বের উপর ভিত্তি করে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে,, প্রবীর কুমার নাথ সরকারি ব্রজলাল ( বিএল) কলেজ থেকে বাংলায় সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। তিনি ২০০৩ সালে প্রভাষক হিসেবে যোগদান করে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে কর্মরত রয়েছেন।
২ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে