বাগেরহাটের মোরেলগঞ্জে পল্লীতে এক পাগলী ফুটফুটে এক শিশু কন্যা সন্তান জন্ম দিয়েছে। তবে এ সন্তানের বাবার পরিচয় পাওয়া যায়নি। এ সন্তানের বাবা কে-এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সোমবার ( ১২ জুন) সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাগলীর জন্ম দেওয়া এ শিশুটিকে দেখতে গিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, বর্তমানে শিশুটি ও তার মা চিকিৎসাধীন রয়েছে। মাও শিশু দুজনেই সুস্থ রয়েছে। পরিপূর্ণ সুস্থ হলে বিষয়টি নিয়ে আমরা উপজেলা প্রাশাসনের পক্ষ থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নেব, শিশুটিকে সুন্দর একটি পরিবেশ দেয়ার চেষ্টা করব। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ঘটনাটি ঘটেছে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে। মা হওয়া পাগলীর নাম আসমা। স্থানীয় একটি বাড়িতে পাগলী এই সন্তান জন্ম দেন। এদিকে, উপজেলা শিশু কল্যাণ বোর্ড সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান জানান, ইতোমধ্যে ফুটফুটে এ শিশুটিকে দত্তক নেওয়ার আবেদন এসেছে ; আগামী রোববার শিশুটিকে দত্তক দেওয়া হবে বলে তিনি জানান।এ সময় মা ও শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবে বলেও উপজেলা নির্বাহী অফিসার জানান।