চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শাজাহানপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মণ পলিথিন জব্দ !!! চৌদ্দগ্রাম হোটেল টাইম স্কয়ার এবং হোটেল তাজমহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. কাঠের জীপ গাড়ি তৈরি করে তাক লাগিয়েছন অভয়নগরের আসলাম হোসেন ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ফিলিস্তিনিদের পক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ক্লাস-পরীক্ষা বন্ধ শ্যামনগরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা ইসলামপুরে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ইউএনওর অ্যাকশন নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রাজবাড়ীতে ৭৫ পুড়িয়া হেরোইন সহ মাদকারবারি গ্রেফতার। রেমিট্যান্সে নতুন রেকর্ড, মার্চে এলো ৩২৯ কোটি ডলার ক্ষেতলালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশকে দেখার নেশায় ছুটছেন কুবির রাফি গাজায় নৃশংস হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষনা: তিতুমীরের শিক্ষার্থীদের । লাখাইয়ে গ্রামের যুবমহল স্মার্টফোনের ছোঁয়ায় আজ ধ্বংসের প্রান্তে। গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি : ৩ দিন পর ভেসে উঠেছে নিখোঁজ ব্যক্তির লাশ রাজবাড়ীতে ক্রুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ জন

পর্যাপ্ত উৎপাদন হলেও মোরেলগঞ্জে মাছের বাজারে আগুন



সুন্দরবনের অংশবিশেষ নিয়ে পানগুছি নদী আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের  ঘেরা বাগেরহাটের একটি উপজেলা মোরেলগঞ্জ। এখানে রয়েছে অসংখ্য খাল, বিল, পুকুর ও নদী সহ অন্যান্য জলাশয়।

ফলে মোরেলগঞ্জেচাহিদার তুলনায় মাছের উৎপাদন  পর্যাপ্ত হলেও এখানকার বাজারগুলোতে মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে। তাই বেশী দামেই ক্রেতারা মাছ কিনতে বাধ্য হচ্ছেন।

আবার বেশি দাম দিয়েও মিলছেনা চাহিদানুযায়ী ভাল মাছ । উৎপাদিত বেশীর ভাগ মাছ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় চলে যাওয়ায় স্থানীয় ভোক্তাদের চড়া দামে মাছ কিনতে হয়। স্বল্প আয়ের ক্রেতাদের মাছ কিনতে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত।

উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানা যায়, মোরেলগঞ্জ উপজেলায় সাড়ে তিন লাখ  মানুষের জন্য বছরে  মোট মাছের চাহিদা ৬ হাজার ৮শ' মেট্রিক টন। প্রতিবছর উৎপাদন  হচ্ছে ১০ হাজার ৬শ' মেট্রিক টন। বছরে প্রায় ৪ হাজার মেট্রিক টন মাছ উদ্বৃত্ত উৎপাদন হচ্ছে। মাছ চাষ ও উৎপাদনের জন্য উপজেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ হাজার খাল,বিল,পুকুর,জলাশয়, মৎস্য ঘের রয়েছে। উপজেলায় মোট মাছ চাষীর সংখ্যা ১১ হাজার ২শ' জন।

উপজেলার  কেন্দ্রীয়  বাজার মোরেলগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি বোয়াল ১০০০ থেকে ১২০০ টাকা, আইড় ১০০০ থেকে ১১০০ টাকা, ইলিশ বড় ১৮০০ থেকে ২০০০ টাকা, মাঝারি ১০০০ থেকে ১২০০ টাকা, ভেটকি ১০০০ থেকে ১২০০ টাকা,গলদা  বড় ১২০০ থেকে ১৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৯০০ টাকা, শিং ৬০০ থেকে ৮৫০ টাকা, চিতল  ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে চাষের কৈ মাছ ২২০ থেকে ৩৮০ টাকা, রুই ২৫০ থেকে ৩৫০ টাকা, কাতলা ২৫০ থেকে ৪৪০ টাকা, পাঙ্গাশ ৯০ থেকে ১৫০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৭৫ টাকা, দেশী পুঁটি ২০০ থেকে ৪০০ টাকা, টাকি ৩০০ থেকে ৪০০ টাকা ও শোল মাছ ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

গত পাঁচ বছরে উপজেলায় মাছের চাহিদা ও উৎপাদন সন্তোষজনক হারে বেড়েছে। কিন্তু মাছের দাম না কমে উল্টো বেড়েই চলছে। 

স্থানীয় বাজারে মাছ কিনতে আসা কয়েকজন জানান, বাজারে কোল্ডস্টোরের মাছ কম দামে পাওয়া যায় যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু তাজা মাছ কিনতে গেলে চোখ কপালে উঠে যায়। এত দাম আগে কখনো ছিল না৷ এখানে বিক্রেতাদের মাঝে একটি সিন্ডিকেট  গড়ে উঠেছে বলে তারা জানান। আর এই  সিন্ডিকেটের কাছে গ্রামীণ মৎসচাষীরা এবং ক্রেতারা জিম্মি হয়ে আছে। গ্রাম থেকে মৎসচাষীরা বাজারে মাছ বিক্রি করতে আসলে তাদের আড়ৎদার সিন্ডিকেটের কাছে বিক্রি করতে হয়। তারা সরাসরি  মাছ বিক্রি করতে পারলে মাছের দাম কিছুটা সাধ্যের মধ্যে থাকত বলে তাদের অভিমত।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  বিনয় রায় জানান, উপজেলায় এবার পর্যাপ্ত মাছ উৎপাদন হয়েছে। এখানে উৎপাদিত মাছ দেশের মৎস্য সেক্টরে বিশেষ ভুমিকা রাখছে। উপজেলায় মাথাপিছু মাছের চাহিদা ৩০ গ্রাম।  উপজেলায় উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। প্রকৃত মৎস্যচাষীদের মাঝে সহজ শর্তে ঋণ ও আইডি কার্ড বিতরণ, পোনা অবমুক্তকরণ, জাল বিনিময় সহ নানা  কর্মসূচি পালন করা হয়। 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুল মালেক বলেন, বাজারে মাছের দাম সহনীয় পর্যায়ে রাখতে  শীঘ্রই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সিন্ডিকেটের কারণে মাছের দাম বেড়ে গেলে সেইসব অসাধু মাছ ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর