আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সঙ্গে বাগেরহাট-৪ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টি ( এনপিপি)'র মনোনয়ন প্রত্যাশী মাওলানা মুহাম্মদ লোকমান সাইফির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার রাত ৮ টায় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এইচ এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম জসিম উদ্দিনের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামীম আহসান মল্লিক, সহসভাপতি কেএম শহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মেজবাহ ফাহাদ, কার্যনির্বাহী সদস্য এমএ জলিল ও সদস্য এম এ এইচ ছগির।
এ মতবিনিময় সভায় মোরেলগঞ্জ-শরণখোলা আসনের এনপিপি'র ( আম মার্কার) একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে এলাকার মানুষের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন এনপিপি'র কেন্দ্রীয় ধর্ম বিষয়ক এ সম্পাদক।
ব্যক্তি জীবনে তিনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী ও সমাজসেবী হিসেবে কাজ করে চলেছেন। পেয়েছেন অনেক স্বীকৃতি ও সম্মাননা। এবার এলাকার মানুষের পাশে থেকে কিছু করার ইচ্ছে প্রকাশ করে সবার দোয়া প্রার্থনা করেন উপজেলার খাউলিয়া ইউনিয়নের আমতলী গ্রামের এ কৃতী সন্তান।
২ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে