বাগেরহাটের মোরেলগঞ্জে একীভূতকরণ কৌশল শিখন শেখানো এবং মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
১৬ জুলাই রবিবার সকালে উপজেলা রিসোর্স ট্রেনিং সেন্টারে ইউএস এআইডি,' সবাই মিলে শিখি' প্রকল্প, আরটিআই পার্টনার এর আয়োজনে ৩০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়ে ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, শরণখোলা উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা বিধান চন্দ্র, মোরেলগঞ্জ ইউআরসি ইন্সট্রাক্টর ভগিরথ বিশ্বাস, আরটিআই এর কোর্স সমন্বয়কারী কানিজ ফাতিমা প্রমুখ।
মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ২১ ব্যাচে মোট ৬৩০ জন শিক্ষক এ প্রশিক্ষণের আওতায় আসবেন বলে জানা গেছে। এ প্রশিক্ষণ শিক্ষকদের ক্লাসে পাঠ দানে সহায়ক হিসেবে কাজ করবে ও এসডিজি ৪ বাস্তবায়নে সহজ হবে।