বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গরু চরাণোকে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ জুলাই) সকালে হাতাহাতির ঘটনায় প্রতিপক্ষ বর্শিবাওয়া গ্রামের আব্দুল ওহাব শেখের পুত্র মোঃ বাবুল শেখের (৪৫) অন্ডকোষে আঘাত দেয় একই গ্রামের মৃত মোসলেম শেখের পুত্র কাঠমিস্ত্রী আব্দুর রাজ্জাক(৩৫)। এতে গুরুতর আহত অবস্থায় বাবুল শেখকে প্রথমে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবুল শেখের স্ত্রী শারমিন লিজা জানান, সকালে গরু চরানোকে কেদ্র করে বাবুল শেখ ও আব্দুর রাজ্জাকের মধ্য বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হলে কাঠমিস্ত্রী আব্দুর রাজ্জাকের হাতে থাকা মিস্ত্রী সরঞ্জাম দ্বারা বাবুল শেখের অন্ডকোষে আঘাত হানে। এতে বাবুল শেখের অন্ডকোষ থেকে রক্ত ঝরে বাবুল শেখ অচেতন হয়ে যায়। পরে বাবুল শেখের স্ত্রী এলাকাবাসীর সহায়তায় স্বামী বাবুল শেখকে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে গুরুতর আহত বাবুল শেখ বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে কাঠমিস্ত্রী আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি হাতাহাতির ঘটনা স্বীকার করে অসাবধানতা বশত আঘাত লাগতে পারে বলে জানান।
২ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে