"নিরাপদ মাছে ভরাবো দেশ,গর্ব স্মার্ট বাংলাদেশ" -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ মঙ্গলবার (২৫ জুলাই) মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
উদ্বোধন পরবর্তী সময়ে উপস্থিত বিভিন্ন পেশার লোকের সমন্বয়ে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড.আমিরুল আলম মিলন, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. শাহ্-ই- আলম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার, যুব উন্নয়ন কর্মকর্তা রতন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক কর্মকর্তা বাকি বিল্লাহ,সহকারী প্রোগ্রামার ত্রিদীপ সরকার, মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক, প্রচার সম্পাদক মোঃ এখলাস শেখ, সবাদিক মোঃ আলী হায়দার ছগীর প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে, উদ্যোক্তা তৈরি হবে, গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাই যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন (জাইকা) প্রকল্প কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান ।
২ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে