বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টায় স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ বালক দলে পঞ্চকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে এস পি রাশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বঙ্গমাতা বালিকা দলে গাজী মোমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।