এদিকে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ায় তার পরিবারে উৎসবের আমেজ বিরাজ করছে। এ সাফল্যের জন্য খুশী তার পরিবার, শিক্ষকমহল ও তার আত্মীয়-স্বজন। মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা সরকারি চাকরিজীবী পিতা শফিকুল ইসলাম ও গৃহীনী মাতা লাভলী বেগমের মেয়ে লামিয়া ছোটবেলা থেকেই লেখাপড়ায় মনোযোগী ছিল। মেধাবী এই ছাত্রী মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় এ প্লাস ও বৃত্তি পেয়ে কৃতিত্বের পরিচয় দেয় আগে থেকেই ।
এছাড়া সহশিক্ষা কার্যক্রমেও তার রয়েছে অনেক সফল্য। ছোটবেলা থেকেই লামিয়ার স্বপ্ন ডাক্তার হয়ে সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর। তার পিতা-মাতা বলেন, আল্লাহ লামিয়ার স্বপ্ন পুরণ করেছেন।
মোরেলগঞ্জের এই মেধাবী শিক্ষার্থী লামিয়া জানান, আমার মা-বাবার স্বপ্ন আমাকে মেডিকেলে পড়িয়ে ডাক্তার বানানোর। আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া আর শিক্ষকদের সহযোগিতায় এতদূর আসতে পেরেছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই।
১ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে