শার্শায় জেলা পুলিশের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না : অর্থ উপদেষ্টা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আজ থেকে ব্যাংক লেনদেন ১০-৪টা প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন টানা ৯ দিনের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ পিরোজপুরে ব্যবসায়ীকে ষড়যন্ত্র ও হয়রানীমুলক মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন পীরগাছায় চাদাঁবাজদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন পীরগাছার সন্তান নাজমুচ্ছাকিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক হওয়ায় উপজেলা ছাত্রদলের সংবর্ধনা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অভয়নগরে ইহইয়াঊল উলুম মাদ্রাসার বয়স্ক ছাত্রদের বিরল কৃতিত্ব মৌলভীবাজারে তাপদাহ ও বৃষ্টির অভাবে চা শিল্পে ক্ষতির শঙ্কা ঈশ্বরগঞ্জে ঈদের বন্ধের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বভাবিক প্রসূতি সেবা অব্যাহত মধুপুরে মহা অষ্টমীতে বংশাই নদীতে পুণ্যার্থীদের ঢল কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি রাশেদ ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারী অষ্টমী স্নান ঘাটে গঙ্গাঁ মন্দিরের উদ্বোধন পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি খুরুশকুলে অপহরণকারীদের কবল থেকে কিশোর উদ্ধার, মূল হোতা হৃদয় পলাতক

উপজেলার এমপি জ্যাকব এর দুর্নীতি পাশ


এমপি জ্যাকবের ভাস্যমতে তিনি গত এগার বছরে চরফ্যাশন ও মনপুরায় ৫০০০ কোটি টাকার কাজ করিয়েছেন। এই কাজ থেকে তিনি ২০% করে ১০০ কোটি টাকা নিয়েছেন। স্থানীয় একজন চেয়ারম্যান জানান, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভকালিন ভাতা, মৎস্য ভাতা ও কাবিখার টাকা থেকে এমপি ৭০% টাকা নিয়ে যান। যেই চেয়ারম্যান স্বাক্ষর করবেন না, পরের বার তিনি আর চেয়ারম্যান হতে পারবেন না বলে হুমকি দেন।


চরফ্যাশন সদরের একজন চেয়ারম্যান জানান, এমপি জ্যাকব প্রতি চেয়ারম্যান এর মনোনয়ন দিতে নেন ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। তাকে টাকা দিলে এখানে ওসমানগঞ্জ এর ফোটন চেয়ারম্যান এর মতো বহু বিএনপি জামাত এর লোক মনোনয়ন পান। এমপি জ্যাকব গত এগারো বছরে প্রায় ৮০ টি দেশে ভ্রমন করেছেন। গত এগার বছরে হেলিকপ্টার যোগে চরফ্যাশন মনপুরায় আশা যাওয়ায় খরচ করেছেন ২০ কোটি টাকা।


স্থানীয় আওয়ামীলীগের একজন পরীক্ষিত নেতা জানান, চরফ্যাশন ও মনপুরায় জ্যাকব পদপদবী ধারী একশত জনের মতো আওয়ামীলীগে অনুপ্রবেশ ঘটিয়েছেন। উপজেলা আওয়ামীলীগের কমিটিতে সহ সভাপতি শাহেদ আলী মিয়া, রতন মিয়া, দপ্তর সম্পাদক মনির উদ্দিন চাষী, অর্থ সম্পাদক ইউনুস আল মামুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুভ্র মনির, ফোটন চেয়ারম্যান সহ বিএনপি-জামাত এর ২৭ জনকে পদ দিয়েছেন।


স্থানীয় একাধিক আওয়ামীলীগের নেতা জানান, এমপি জ্যাকব বিএনপির ঠিকাদারী প্রতিষ্ঠান বকশি এন্টারপ্রাইজ, ইউনুস আল মামুন লিমিটেড, মিলন এন্টারপ্রাইজ সহ কয়েকটি ফার্ম দিয়ে সকল কাজ করান। আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের কোন কাজ দেন না। আবার যে সকল কাজের ফান্ড নেই সে সকল কাজ নেতাকর্মীদের দিয়ে ২০% টাকা নিয়ে তাদের পথে বসিয়ে দিয়েছেন। যেই এমপি ২০০৮ সালে নির্বাচনের হলফ নামায় ৫ লক্ষ টাকা দেনা দেখালো, সে কিভাবে এগারো বছরে এতো অর্থ সম্পদ এর মালিক হলো। তাই চরফ্যাশন ও মনপুরার জনগণ এই দূর্নীতি বিরোধী অভিযানে অবিলম্বে, এই দশ-এগারো বছরে শূন্য থেকে দূর্নীতির মহারাজা হয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক বনে যাওয়া এমপির সকল অর্থ সম্পদ উপার্জনের উৎস দুদক ও এনবিআর এর মাধ্যমে অনুসন্ধনের দাবি জানান।


তবে এব্যাপারে এমপি জ্যাকবকে ফোন করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও খবর




তজুমদ্দিনে সাত জুয়াড়ি আটক করেছে পুলিশ।

৭৪ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে