ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধায়নে, দৌলতখান থানাধীন উত্তর জয়নগর ইউনিয়ন হইতে জুয়া খেলারত অবস্থায় ০৩ জুয়াড়িকে তাস ও নগদ টাকা সহ আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
সোমবার সন্ধ্যা ০৬ টায় এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া দৌলতখান থানাধীন উত্তর জয়নগর ইউপি ০১নং ওয়ার্ডস্থ মিঝি বাড়ির উত্তর পার্শ্বে সুপারী বাগানের ভিতর হতে ০১। মোঃ সিদ্দিক মাষ্টার (৭০), ০২। মনির মিঝি (২৮), ০৩। আশাফ আলী আসিব (২৮),কে জুয়া খেলার তাস, জুয়ার বোর্ডের সর্বমোট ৩৪০/-(তিনশত চল্লিশ) টাকা সহ গ্র্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।