প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যেগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গঠনের লক্ষ্যে ১৭টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১১৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়।
সোমবার (১০জুলাই) বিকাল ৫ ঘটিকায় উপজেলা আধুনিক অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর এসব উপহার তুলে দেন।
এসময় এমপি শাওন বলেন, আমাদের বর্তমান প্রজন্ম যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে। আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা পেয়ে সুনাগরিক হতে পারে সেই ভাবেই তাদের গড়ে তুলতে হবে। যাতে তারা উন্নত বিশ্বের সঙ্গে শুধু তাল মিলিয়েই চলা নয়, উন্নত প্রযুক্তিটাও যেন আয়ত্ত করতে পারে।
এছাড়াও সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে তজুমদ্দিনে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এই চেক বিতরণ করা হয়।
তজুমদ্দিন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৯ লক্ষ টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায় উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদাণ করা হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শীলা,সবাজসেবা অফিসার মো: ছিদ্দিকুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মোঃ হোসেন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দসহ আওয়ামিলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
২৫ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
৬৮ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
৭০ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে
৭৩ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
৭৪ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৭৫ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮৩ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে
৮৮ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে