বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানি পশুর চামড়ার গুণগতমান বজায় রাখার লক্ষ্যে সারিয়াকান্দি পৌর কোরবানি হাটে জনসচেতনতা তৈরী লিফলেট ও বিনামূল্যে লবন বিতরণ করা হয়েছে।
অপরদিকে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে সারিয়াকান্দি পৌরসভা কোরবানির হাটে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
হাটে ক্রেতাদের মাঝে দেশের জাতীয় সম্পদ চামড়া সংরক্ষণ ও সঠিক নিয়মে চামড়া ছাড়ানো বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, সারিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তমাল মাহমুদ, পৌর কাউন্সিলগণ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।